ভালুকায় উন্মুক্ত জলাশয় রক্ষার দাবি

বণিক বার্তা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকায় উন্মুক্ত জলাশয় রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বোর্ডবাজারে ইউনিয়ন পরিষদের সামনে গতকাল কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, স্থানীয় মংলাদাইরসহ আশপাশের ১০টি বিলে কয়েকশ ব্যক্তির প্রায় ৬০০ একর কৃষিজমি প্রায় ৬৫ একর খাসজমি রয়েছে। উন্মুক্ত ওই জলাশয় থেকে মাছ আহরণ করে এলাকার শতাধিক পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। তবে কতিপয় প্রভাবশালী এসব জমিতে এমএম এগ্রো অ্যান্ড ফিশারির নামে মাছ চাষ শুরু করেছে। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, ইউপি সদস্য মুনিরুজ্জামান জামাল প্রমুখ। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন