জেনেক্স ইনফোসিসের ৩০০ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৭ দশমিক ৬৩ শতাংশ বা ১ হাজার ৩৫২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। এ ১০ কোম্পানির মধ্যে ৩০০ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে জেনেক্স ইনফোসিসের ২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ২৩৪টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৩০০ কোটি ৯ লাখ ২৩ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ১৫ দশমিক ৫৭ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। 

লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৬৯ কোটি ২১ লাখ ৪৭ হাজার টাকার ১ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৫ দশমিক ৯৬ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ। 

গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ৩১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৮ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ৫ দশমিক ২৩ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ১৮ শতাংশ।

গত সপ্তাহের সর্বোচ্চ লেনদেনের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারদর ৪ দশমিক শূন্য ৩ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৪ দশমিক ৯১ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৩৯ কোটি ৪৬ লাখ ২৩ হাজার টাকার ২ কোটি ১ লাখ ৬ হাজার ৯৭২টি শেয়ার লেনদেন হয়েছে। 

৪ দশমিক ৬৭ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। গত সপ্তাহে শেয়ারদর ৩ দশমিক ২৫ শতাংশ বেড়েছে কোম্পানিটির। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৩২ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার টাকার ১ কোটি ২ লাখ ৮২ হাজার ৭৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। 

লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১১০ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার টাকার মোট ১ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৯৭২টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৮৯ শতাংশ রয়েছে কোম্পানিটির দখলে। এ সময় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৭০ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন