সংসদে শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যৌক্তিক টিউশন ফি নিশ্চিতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

পুরনো ছবি।

টিউশন ফি যৌক্তিক পর্যায়ে রাখতে এরই মধ্যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি কাঠামো সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

কাঠামোগুলো পর্যালোচনার কাজ চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ লক্ষ্যে একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হবে।

এছাড়া ২০১০ সালে প্রণীত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলের মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীদের বিনা ফিতে ভর্তির জন্য আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ওই বিধান অনুযায়ী মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা স্বল্প বেতনে সেখানে লেখাপড়া করছে।

অন্য এক প্রশ্নে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, কওমি মাদরাসার শিক্ষার্থীদের সরকারি বেতন স্কেলের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে কিনা। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন