৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

বণিক বার্তা অনলাইন

ছবি: বণিক বার্তা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার ক্যাডার পদে ২ হাজার ৩০৯ ও নন ক্যাডারে ১ হাজার ২২ পদে নিয়োগ দেয়া হবে।

গতকাল বুধবার (৩০ নভেম্বর) পিএসসির যুগ্মসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন এবং আবেদন ফি জমা দেয়া যাবে।

বিজ্ঞপ্তিতে ২৬টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ জন।

এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর ক্যাডারে ৩০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি ও মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেয়া হবে।

এবারই প্রথম ক্যাডারের পাশাপাশি নন ক্যাডার পদের সংখ্যা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি।

এর আগে ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩টি, ৩৬তমে ২ হাজার ১৮০, ৩৭তমে ১ হাজার ২২৬, ৩৮তমে ২ হাজার ২৪ ও ৪০তম বিসিএসে ১ হাজার ৯০৩টি ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন