আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ

নেপালের কাছে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্দারা যে মাঠে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ শিরোপা জয় করে দেশকে উত্সবে ভাসিয়েছেন, সেই মাঠেই আজ বাংলাদেশ পুরুষ ফুটবল দল স্বাগতিক নেপালের কাছে ১-৩ গোলে হেরেছে।

 

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ মঙ্গলবার অঞ্জন বিস্তার হ্যাটট্রিকে বিরতির আগেই তিন গোল খেয়ে পিছিয়ে পড়ে হাভিয়ের কাবরেরার দল। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি।

  

শুরুর দিকে নেপালের বিপক্ষে ভালোই লড়ছিলও বাংলাদেশ। ষোড়শ মিনিটে জামালে ফ্রি-কিক ক্রসবারে লেগে প্রতিহত হয়। সেরা সুযোগটি নষ্ট হওয়ার পর ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে সফরকারীরা। দুই মিনিট পর এগিয়ে যায় নেপাল। বিমল ঘারতি মাগারের ফ্রি-কিকে জটলার ভেতর থেকে হেডে লক্ষ্যভেদ করেন অঞ্জন।

 

২৭তম মিনিটে স্বাগতিকদের প্রথম গোল প্রচেষ্টা গোলকিপার আনিসুর রহমান জিকো প্রতিহত করলেও অঞ্জনের ফিরতি শট আটকাতে পারেননি তিনি (২-০)। ম্যাচের ৩৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন অঞ্জন। এবারো হেডে জিকোকে পরাস্ত করেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। ৫৭তম মিনিটে ডান দিক থেকে রাকিবের ক্রস এক ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা উপরে উঠে যাওয়ার পর ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন সাজ্জাদ (৩-১)।

 

কাঠমান্ডুতে ২০২১ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নেপালের কাছে ২-১ গোলের হেরেছিল বাংলাদেশ। একই বছর সাফ চ্যাম্পিয়নশিপে মালেতে ১-১ ড্র করে ছিটকে যায় বাংলাদেশ। কম্বোডিয়াকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই এবার কাঠমান্ডু যান জামাল ভূঁইয়ারা। যদিও এবারো নেপালকে হারানো গেল না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন