টুকরো খবর

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল ২৬ আগস্ট: দেশের তিনটি প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চুয়েট, কুয়েট এবং রুয়েট প্রকৌশল গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৬ আগস্ট। চুয়েট, কুয়েট রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট https://www.admissionckruet.ac.bd/- ভর্তিসংক্রান্ত তথ্য জানা যাবে।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর টিচিংলোড ক্যালকুলেশন নীতিমালা: দেশের স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সপ্তাহে ৪০ ঘণ্টা করে কাজ করবেন। এর মধ্যে ১৩ ঘণ্টা ব্যয় করবেন সরাসরি ক্লাস নেয়ার কাজে। বাকি সময় পাঠদানসংক্রান্ত আনুষঙ্গিক কাজ, শিক্ষার্থীদের কাউন্সেলিং, গবেষণা দাপ্তরিক কাজে নিয়োজিত থাকবেন। তারা মোট ২২ ধরনের কাজে অংশ নেবেন। এসব বিধান রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাপ্তাহিক কর্মঘণ্টা নির্ধারণসংক্রান্ত নীতিমালার খসড়া প্রায় চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) যার নাম দেয়া হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের টিচিংলোড ক্যালকুলেশন নীতিমালা, ২০২২

আগস্ট খসড়াটির ওপর ইউজিসিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কিছু মতামতসহ নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি: নিয়মিত শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় ২০২১ সালে মাধ্যমিক/সমমান উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের (এইচএসসি/সমমান ব্যাচেলর ডিগ্রি/সমমান অধ্যয়নরত শিক্ষার্থী) মাঝে বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আবেদনের যোগ্যতা হিসেবে বিভাগীয় শহর/সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ-.০০/অন্যান্য বিভাগে জিপি .৮০ থাকতে হবে। সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ .৮০ এবং অন্যান্য বিভাগে শিক্ষার্থীদের জিপিএ .৫০ থাকতে হবে। আবেদনের শেষ সময় ১৭ আগস্ট। বিস্তারিত দেখুন ব্যাংকটির ওয়েবসাইটে।

চীনগামী বাংলাদেশী শিক্ষার্থীদের ভিসা দেয়া শুরু হচ্ছে: করোনা মহামারীতে চীন থেকে দেশে এসে অন্তত পাঁচ হাজার শিক্ষার্থী বাংলাদেশে আটকা পড়েছিলেন। দু-একদিনের মধ্যে চীনে ফেরত যাওয়ার অপেক্ষায় থাকা এসব শিক্ষার্থীর ভিসা দেয়া শুরু হবে। ঢাকায় গতকাল বাংলাদেশ চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর আগে ঢাকায় চীনা দূতাবাস তাদের ফেসবুক পেজে বাংলাদেশের শিক্ষার্থীদের চীনে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়টি জানায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন