সপ্তাহজুড়ে বেক্সিমকোর ১৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে হাজার ৮৫৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২২ দশমিক ৬৭ শতাংশ বা ৮৭৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। দশ কোম্পানির মধ্যে ১৫৪ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর কোটি ১৭ লাখ ১৬ হাজার ১৪১টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১৫৪ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ৭১ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৪৮ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার টাকার কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৩৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের দশমিক ৮৬ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ১৯ শতাংশ।

গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির কোটি ৭১ লাখ ২৩ হাজার ৪৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের দশমিক শূন্য শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৮৪ শতাংশ।

মোট লেনদেনের দশমিক ৮২ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২৫ লাখ ৯৩ হাজার ৫৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৮ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৮৩ শতাংশ।

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর দশমিক ৯০ শতাংশ কমলেও সাপ্তাহিক মোট লেনদেনে দশমিক ৭১ শতাংশ অবদান রেখেছে কোম্পানিটি। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৬৫ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকার ৭৪ লাখ ২০ হাজার ৮০৪টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রতিষ্ঠানটির ৫৯ কোটি ২১ লাখ ৮৭ হাজার টাকার ৮৭ লাখ ৩৬ হাজার ৭৫০টি শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের দশমিক ৫৪ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দশমিক ৮২ শতাংশ।

তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর দশমিক ৭৯ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল দশমিক ৫০ শতাংশ। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো যথাক্রমে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ ফাইন্যান্স বাংলাদেশ শিপিং করপোরেশন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন