পুনর্মূল্যায়নের পর সম্পদ বেড়েছে ইস্টার্ন কেবলসের

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইস্টার্ন কেবলস লিমিটেডের সম্পত্তি, কারখানা সরঞ্জাম পুনর্মূল্যায়নের পর তা অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস  ফার্ম আহমেদ যাকের অ্যান্ড কোম্পানি ইস্টার্ন কেবলসের ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তথ্য জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, পুনর্মূল্যায়নের পর ইস্টার্ন কেবলসের সম্পত্তি, কারখানা সরঞ্জামের মূল্য দাঁড়িয়েছে ৮৯৫ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার ৪৯১ টাকা।  পুনর্মূল্যায়নের আগে যা ছিল ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৬৩৯ টাকা। সে হিসাবে পুনর্মূল্যায়নের পর কোম্পানিটির সম্পদের পরিমাণ বেড়েছে ৮৭৯ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৮৫২ টাকা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল টাকা ৫১ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ২২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে টাকা ২৯ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন