পুঁজিবাজারে বড় উত্থান

প্রথম ঘণ্টায় প্রায় দুই শতাংশ পয়েন্ট বেড়েছে ডিএসইএক্স সূচকে

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে আজ সোমবার লেন‌দেনের শুরু‌ থেকেই ঊর্ধ্বমুখী দেখা গেছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সা‌র্বিক সূচক ডিএসইএক্সে প্রায় ২ শতাংশ প‌য়েন্ট যোগ হয়েছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, আজ সকাল ১০ টায় ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হ‌য়ে ডিএসইর সবগুলো সূচক বাড়তে থাকে। এর মধ্যে বেলা ১১ টা পর্যন্ত সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১৫ পয়েন্ট বা ১ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৬ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়ি‌য়েছে। 

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১১ টা পর্যন্ত ৩৫ প‌য়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ২ হাজার ৩১২ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১৯ প‌য়েন্ট বা ১ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার  ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

 প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩৩৬টির, কমেছে ১৬টির, আর অপরিবর্তিত ছিল ১২টির বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২১৫ কো‌টি ৪০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন