প্যারামাউন্ট টেক্সটাইল

পাঁচ মাস আগের ডিসক্লোজার প্রকাশ করেছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পাঁচ মাস আগের পুরনো ডিসক্লোজার প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল প্রকাশিত ডিসক্লোজারে কোম্পানিটির বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়েছেন।

ডিসক্লোজারে জানানো হয়, ব্যালান্সিং, আধুনিকায়ন, বিস্তার প্রতিস্থাপন (বিএমআরই) সম্প্রসারণের অংশ হিসেবে নতুন প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ। উৎপাদনক্ষমতা বাড়াতে নির্মাণসামগ্রী কাজে সহায়ক অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্য কোটি ৫৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। বিনিয়োগ থেকে প্রতি মাসে কোম্পানিটির ৭০ লাখ মার্কিন ডলার অতিরিক্ত আয় হবে। বৈদেশিক ঋণ সুবিধার মাধ্যমে যন্ত্রপাতি আমদানি করবে কোম্পানিটি। 

গতকাল প্রকাশিত ডিসক্লোজার এর আগে ২০২১ সালের ৩০ নভেম্বর ডিএসইতে প্রকাশ করা হয়। একই ডিসক্লোজার পুনরায় প্রকাশের ফলে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা বিভ্রান্ত হয়েছেন। বিষয়ে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার বণিক বার্তাকে বলেছেন, কীভাবে কোম্পানিটির পুরনো ডিসক্লোজার পুনরায় প্রকাশিত হলো সে বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন