ভোজ্য তেল

বাড়তি মূল্যে বিক্রি করলেই ব্যবস্থা নেবে প্রতিযোগিতা কমিশন

বণিক বার্তা অনলাইন

ছবি: নিজস্ব আলোকচিত্রী

ভোজ্য তেলের বাজারে মূল্য বাড়িয়ে অস্থিরতা তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। দেশের যে কোনো জায়গায় এ পরিস্থিতির তথ্য কমিশন সচিবের মেইলে অভিযোগ করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিশনের জনসংযোগ কর্মকর্তা শেখ রুবেলের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভোজ্য তেলের বাজারে মূল্য বাড়ানো ও অস্থিরতা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। ভোজ্য তেলের বাজারে প্রতিযোগিতা পরিপন্থী কর্মকাণ্ড ও কৃত্রিম সংকট বিষয়ে প্রতিযোগিতা আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অনুসন্ধান কাজ পরিচালনার জন্য এরই মধ্যে ৩ সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

বাজারে প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড পরিচালিত হলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সচিব বরাবর ([email protected]) এ সংক্রান্ত তথ্য প্রদান করার জন্য সকলকে আহ্বান জানায় কমিশন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন