যুক্তরাজ্যে কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল

বণিক বার্তা অনলাইন

নভেল করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন ঢেউয়ের মধ্যেই কভিড-১৯ এর বিধিনিষেধ শিথিল করল যুক্তরাজ্য। বিশেষ করে মুখে মাস্ক পরা ও কভিড পাস শিথিল করা হচ্ছে বলে জানিয়েছে দেশটি। আজ বৃহস্পতিবার এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, টিকাদান কার্যক্রমে সাফল্য ও কভিড চিকিত্সা ব্যবস্থা ভালো হওয়ায় এসব বিধিনিষেধ তুলে নেয়া যেতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে বসবাসকারী মানুষকে মাস্ক পরা বাধ্যতামূলক প্রয়োজন পড়বে না। একইসঙ্গে বিভিন্ন বার বা রেস্টুরেন্টে প্রবেশের জন্যও দেশটিতে এতোদিন টিকা সনদ প্রদর্শন বাধ্যবাধকতা ছিল। সেটি এখন আর বলবৎ থাকবে না। 

প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র বলেছেন, মাস্ক পরা এখন ব্যক্তিগত পছন্দের বিষয়। এর জন্য কেউ বিচারের মুখোমুখি হবেন না।

বিধিনিষেধ শিথিল করলেও কিছু প্রতিষ্ঠান অবশ্য বলেছে, তারা সাধারণ মানুষকে মাস্ক পরতে বলবেন। দেশটির ট্রেনের কর্মকর্তারা বলেছেন, যাত্রীদের মাস্ক পরতে হবে। তবে যাত্রীদের এটি পরতে তারা বাধ্য করবেন না। মাস্ক পরতে উৎসাহিত করবেন তারা।

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, লন্ডনের পরিবহনগুলোয় মাস্ক বাধ্যতামূলক থাকবে। জনগণকে সঠিক কাজটি করার আহ্বান জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন