সংক্ষিপ্ত হচ্ছে জাতীয় সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে জাতীয় সংসদের চলতি অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। তবে এর মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) গঠনের আইনটি পাস হওয়ার কথা রয়েছে। ১৬ জানুয়ারি শুরু হওয়া অধিবেশন আজ শেষ হবে। তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যওয়ায় স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে জাতীয় সংসদের অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।

আজ সকাল বিকলদুই বেলা বৈঠক চলবে। শেষ দিনের কার্যসূচিতে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ বিল পাসের জন্য উত্থাপন করার কথা রয়েছে।

সংসদে ইসি গঠনের বিল পাস হলে নতুন আইনের অধীনেই নির্বাচন কমিশন গঠিত হবে। গঠিত কমিশনের পরিচালনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৬ জানুয়ারি সংসদের অধিবেশন শুরুর দিন ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরদিন সংসদের বৈঠক চলার পর পাঁচদিন বিরতি দিয়ে অধিবেশন বসে ২৩ জানুয়ারি। এরপর আবারো দুদিনের বিরতি দিয়ে গতকাল সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শেষ হলে সব মিলিয়ে চলতি অধিবেশনের কার্যকাল হবে পাঁচদিন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন