ওয়েস্ট ইন্ডিজে শুক্রবার শুরু অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। উদ্বোধনী দিন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, শ্রীলংকা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। বলাবাহুল্য, করোনার কারণে নিউজিল্যান্ড ক্রিকেট দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোয় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।


শনিবার মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা, কানাডা-আরব আমিরাত, আয়ারল্যান্ড-উগান্ডা এবং পিএনজি-জিম্বাবুয়ে। রোববার শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়বে রাকিবুল হাসানের দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।


গ্রুপের বাকি দুই দল কানাডা ও আরিব আমিরাত। ২০ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আইসিসির বড় কোনো ইভেন্টে বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দেয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে শিরোপা জয় করে আকবর আলীর দল।


১৬টি দল এবারের আসরে অংশ নিচ্ছে। দলগুলো চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ৪ গ্রুপ

গ্রুপ-এ: বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা ও আরব আমিরাত।

গ্রুপ-বি: ভারত, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, উগান্ডা।

গ্রুপ-সি: জিম্বাবুয়ে, আফগানিস্তান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি।

গ্রুপ-ডি: শ্রীলংকা, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন