বিজিবি সদস্যদের শৃঙ্খলা মেনে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

দেশপ্রেম ও শৃ্ঙ্খলা মেনে কাজ করতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার বিজিবি দিবস ২০২১ উপলক্ষেপিলখানায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। বিজিবি সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, শৃঙ্খলায় ব্যাঘাত ঘটাবেন না।

এতে নিজেরই ক্ষতি। আপনাদের কাছে প্রত্যাশা হলো, আপনার প্রত্যেকে দেশপ্রেম ও শৃঙ্খলা মেনে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। এসময় তিনি চেইন অব কমান্ড মেনে চলতে বলেন। প্রধানমন্ত্রী বলেন, কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটা শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। চেইন অব কমান্ড মেনে চলবেন। একটি কথা সব সময় মনে রাখতে হবে শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।

পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ রোববার ও আগামীকাল সোমবার দুদিনব্যাপী উদযাপিত হচ্ছে এবারের বর্ডার গার্ড দিবস। এ উপলক্ষে রাজধানী ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে সকালে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম কুচকাওয়াজ পরিদর্শন করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন