ইউএনডিপি ও ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্সের সেমিনার

ইউএনডিপি ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক জাতীয় প্রতিবন্ধী ব্যক্তিদের দিবস উপলক্ষে একীভূত, প্রবেশগম্য টেকসইমূলক কভিড-১৯ থেকে উত্তরণে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নেতৃত্বের প্রয়োজনীতা-সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবানী ভট্টাচার্য। এতে সভাপতিত্ব করেন সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে ইউএনডিপি থেকে আমিনুল আরিফিন এবং সাইটসেভার্সের অয়ন দেবনাথ। উপস্থিত ছিলেন ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশের আহ্বায়ক সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) নির্বাহী পরিচালক এএইচএম নোমান খান।

জুয়েনা আজিজ বলেন, বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন-২০১৩ এবং প্রতিবন্ধিতাবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা-২০১৯ প্রণয়ন করেছে। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন