দ্বিতীয়বারেও সেই নারীকেই প্রধানমন্ত্রী নির্বাচন করল সুইডেন

বণিক বার্তা অনলাইন

পদত্যাগ করা সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীকেই আবার সেই পদের জন্য নির্বাচিত করেছে সুইডেনের সংসদ। এক সপ্তাহেরও কম সময় পরে সোমবার সোশ্যাল ডেমোক্র্যাট ম্যাগডালেনা অ্যান্ডারসনকে দ্বিতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হলো।

সাবেক এ অর্থমন্ত্রী গত সপ্তাহেও একই পরিমাণ ভোট পেয়েছিলেন। কিন্তু পরে তার জোট শরীক পদত্যাগ করায় তিনিও পদত্যাগ করেন। 

আগামী সেপ্টেম্বরে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত একক দলের সরকার পরিচালনার দায়িত্বে থাকবেন ম্যাগডানেলা। দেশটির জাতীয় সংসদের ৩৪৯টি আসনের মধ্যে ১০০টি আসন সোশ্যাল ডেমোক্র্যাটের। ফলে নীতি নির্ধারণে তাকে অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভর করতে হবে। ১৯৭৯ সালের পরে সুইডেনে এত কম সমর্থন নিয়ে কেউ সরকার পরিচালনা করেনি। 

সুইডেনের সাংবিধানিক নিয়ম হচ্ছে জোট সরকারের যেকোনো একটি দল পদ থেকে সরে গেলেই পুরো জোট সরকারকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরে বাজেট বিষয়ে জোটের সমর্থন হারানোর কারণে পদত্যাগ করেছিলেন ম্যাগডালেনা। 

সেসময়ে তিনি বলেছিলেন, বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে এমন সরকার পরিচালনা করতে চাননা তিনি। তবে পরবর্তীতে একক দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন বলেই তখন জানিয়েছিলেন ম্যাগডালেনা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন