বরগুনায় সরকারি চাকরি ও ঘর দেয়ার নামে প্রতারণা, আটক ১

বণিক বার্তা প্রতিনিধি, বরগুনা

সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে বরগুনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক ইমরান হোসেন জসিম প্রতারক ও দালাল চক্রের সদস্য। তার বাড়ি বরগুনা পৌর শহরের কেজি স্কুল সড়কে।

কালিবাড়ি, মনসাতলী ও খেজুরতলা এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় তমাল, সবুজ, কমল, রিয়াজ, বারেক মিয়া ও মুক্তা আক্তারসহ বেশ কয়েকজন জসিমের প্রতারণার শিকার হয়েছেন। জসিম অনেকের কাছে নিজেকে সমাজসেবা অফিসের কর্মকর্তা বলে পরিচয় দেয়। সেখানকার মাঠকর্মীর চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন সময় টাকা পয়সা হাতিয়ে নেয়। আবার অনেকের কাছে পরিচয় দিত বিদেশি একটি এনজিওর উন্নয়নকর্মী বলে। সরকারি ঘর পাইয়ে দেয়ার কথা বলেও অনেকের কাছ থেকে বিভিন্ন সময় টাকাপয়সা নিয়েছে সে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুল ইসলাম বলেন, ইমরান হোসেন জসিমের প্রতারণার বিভিন্ন কাগজপত্র আমরা পেয়েছি। এর আগেও তার বিরুদ্ধে ৩/৪টি প্রতারণার মামলা হয়েছে। ভুক্তভোগীরাই তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ  করেছেন। এসব ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা করা হবে। 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন