নরওয়েতে তীর-ধনুকের হামলায় নিহত ৫

বণিক বার্তা অনলাইন

নরওয়েতে তীর-ধনুক দিয়ে চালানো হামলায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ জন গুরুতর আহত হয়েছেন।রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কংসবার্গে এ হামলার ঘটনা ঘটে। হামলা জড়িত সন্দেহে ৩৭ বছর বয়সী এক ডেনমার্কের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।


বিবিসির খবরে বলা হয়েছেকংসবার্গের পশ্চিমে একটি বিপণিবিতানে ধনুক থেকে এলোপাতাড়ি তীর ছোড়ে হামলাকারী। এতে এক পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হন। আহত হন ২ জন। এরপর হামলাকারী সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও ৩৪ মিনিট পরেই তাকে ধরা হয়েছে বলে জানিয়েছেনস্থানীয় পুলিশ বিভাগের প্রধান অয়িভিন্দ আস। 


পুলিশের ধারণা ওই হামলাকারী একাই হামলা চালিয়েছে। এরসঙ্গে সংঘবদ্ধ কোনো দল বা গোষ্ঠীর সম্পর্ক নেই। তবে এ ব্যাপারে তদন্ত চলছে।


এ ঘটনাকে ভয়ংকর বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী এর্না সোলবার্গ। সংবাদ সম্মেলনে তিনি বলেনবুঝতে পারছি এ ঘটনার পর অনেকে আতঙ্কিত। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পুলিশ পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে রেখেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন