সব দেশের জন্য পর্যটন ভিসা চালু ইউএইর

১৮ দেশের জন্য উন্মুক্ত ওমান

বণিক বার্তা ডেস্ক

২০২১ সালের প্রথম ছয় মাসে পর্যটন থেকে ইউএইর মোট আয় হয়েছে ৩০০ কোটি ডলার ছবি: অ্যারাবিয়ান বিজনেস

বিশ্বের সব দেশের পর্যটকদের জন্য পর্যটক ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রতিবেশী দেশ ওমানও ১৮টি দেশের জন্য সীমান্ত খুলে দিচ্ছে তবে শর্ত একটাই; সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত করোনা ভ্যাকসিন নিতে হবে খবর অ্যারাবিয়ান বিজনেস

ইউএইর ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) দ্য ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) যৌথভাবে নীতি কার্যকর করবে আজ থেকে (৩০ সেপ্টেম্বর) নীতি কার্যকর হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ওয়ামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আগে নিষিদ্ধ ঘোষিত দেশগুলোসহ সব দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেয়া হচ্ছে ইউএইর বিমানবন্দরে অবতরণের পর পরই আগত যাত্রীদের বাধ্যতামূলক র্যাপিড পিসিআর টেস্ট করাতে হবে

সম্পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ করা ১৮টি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আরেক উপসাগরীয় দেশ ওমান অনুমোদিত ১৮টি দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান বাংলাদেশ সেপ্টেম্বর থেকে ওমানে আসতে পারবেন ওই দেশগুলোর নাগরিকরা এছাড়া স্থলপথে প্রতিবেশী ইউএইর নাগরিকরা ওমানে প্রবেশ করতে পারবেন বলে জানায় মাস্কাট

ওমানের কভিড-১৯ কমিটি তাদের সর্বশেষ সংবাদ সম্মেলনে জানায়, সাম্প্রতিক দিনগুলোতে করোনা সংক্রমণ কমার পরিপ্রেক্ষিতে ভ্রমণে কঠোর বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে সেপ্টেম্বর থেকে ওমান ইউএইর মধ্যকার স্থলপথ চালু হবে সব ভ্রমণকারীর ভ্যাকসিনেশন কার্ড পেশ করতে হবে এবং তাদের ওমান অনুমোদিত ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করতে হবে

করোনাকালে ভ্রমণে কঠোর বিধিনিষেধের কারণে পর্যটননির্ভর উপসাগরীয় অর্থনীতিগুলোর মারাত্মক লোকসান হয়েছে ওমানের বেসামরিক এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, চলতি বছর ওমানে ইনবাউন্ড আউটবাউন্ড ফ্লাইটের সংখ্যা ৭০ শতাংশ কমেছে এবং যাত্রী পরিবহন কমেছে ৮১ শতাংশ

চলতি বছরের শুরু থেকেই ধীরে ধীরে পর্যটন চালু করেছে ইউএই সরকারি উপাত্তে দেখা গেছে, ২০২১ সালের প্রথম ছয় মাসে পর্যটন থেকে দেশটির মোট আয় হয়েছে হাজার ১৩০ কোটি দিরহাম বা ৩০০ কোটি ডলার গত বছরের একই সময়ে আয় হয়েছে ৮৬০ কোটি দিরহাম

এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের সাম্প্রতিক উপাত্তে দেখা গেছে, ২০২১ সালের প্রথমার্ধে হোটেল অকুপেন্সি রেট ৬২ শতাংশে দাঁড়িয়েছে ২০২০ সালের প্রথমার্ধে হার ছিল ৫৩ দশমিক শতাংশ

ইউএইতে আসতে আগ্রহী পর্যটকদের আইসিএ প্লাটফর্ম বা আল হোসনা আবেদন ফর্মের মাধ্যমে ভ্যাকসিন প্রদানের তথ্যসহ নিবন্ধন করতে আহ্বান জানিয়েছে ইউএই কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যন্ত যে ভ্যাকসিন অনুমোদন করেছে সেগুলো হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন, মডার্না, ফাইজার-বায়োএনটেক, সিনোফার্ম সিনোভ্যাক বিশ্বের অন্যতম সফল ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করায় ইউএইতে করোনা সংক্রমণ কমে এসেছে শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যন্ত কোটি ৮০ লাখ ৫৬ হাজার ৭৬৫ ডোজ ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে

এদিকে চীনের সিনোফার্ম ভ্যাকসিন গ্রহণকারী বুস্টার ডোজ গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করেছে আবুধাবি আবুধাবির মিডিয়া দপ্তরের আরেক টুইটে বলা হয়, ছয় মাসের বেশি সময় আগে যারা সিনোফার্মের দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে ইমিউনিটি বাড়াতে বুস্টার ডোজ গ্রহণ করতে হবে অন্যান্য ভ্যাকসিনের জন্য বর্তমানে বুস্টার ডোজ প্রয়োজন পড়বে না শুরুতে মডার্না, ফাইজার অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দিয়েছিল ইউএই পরবর্তী সময়ে সিনোফার্মকেও যুক্ত করা হয়েছে এবং টিকা স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন