মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে সাবরি ইয়াকুবের শপথগ্রহণ

বণিক বার্তা ডেস্ক

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসাবে ইসমাইল সাবরি ইয়াকুব শপথ নিয়েছেন এরমধ্যে দিয়ে এক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার আপাতত অবসান হলো শনিবার দুপরে মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ নিজ প্রাসাদে তাকে শপথ বাক্য পাঠ করান 

মুহিদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর নানা নাটকীয়তা শেষে শুক্রবার তার নাম ঘোষণা করা হয় ৬১ বছর বয়সী ইসমাইল সাবরি ইয়াকুব আগের সরকারে ডেপুটি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বপালন করেন গত চার বছরের কম সময়ে তিনজনকে পদে দেখা গেলো

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মুহিদ্দিন ইয়াসিন রাজা জানান, তার জোটের ১১৪ জন সংসদ সদস্য রাজা সুলতান আব্দুল্লাহর সাথে দেখা করে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তার সরকারের ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ইসমাইল সাবরি ইয়াকুবকে সমর্থন দিয়েছেন তখনই নিশ্চিত হয়ে যায় পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ইসমাইল সাবরি

ইসমাইল সাবরি মালয়েশিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেমন (উনমো)’ ভাইস প্রেসিডেন্ট ২০১৮ সালের নির্বাচনে হেরে যায় ৬১বছর ক্ষমতায় থাকা দল উনমোর নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন  সেসময় মাহাথির মোহাম্মাদ একসময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সাথে জোট গঠন করে সরিয়ে দেন তারই উত্তরসূরি উনমো নেতা নাজিব রাজাককে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন