ব্যাংক, আর্থিক খাত ও মিউচুয়াল ফান্ডের দর সংশোধনে পুঁজিবাজারে পতন

নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের মঙ্গলবার ব্যাংক, বীমা মিউচুয়াল ফান্ডের প্রভাবে উত্থান হয়েছিল পুঁজিবাজারে অবশ্য এর একদিন পরেই গতকাল ব্যাংক মিউচুয়াল ফান্ডের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারদর সংশোধনের প্রভাবে পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ২৩ শতাংশ আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচকও সামান্য কমেছে পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জেই দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে

বাজার বিশ্লেষকরা বলছেন, টানা উত্থানের কারণে বিনিয়োগকারীদের মধ্যে গতকাল শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়ার প্রবণতা লক্ষ করা গেছে তাছাড়া সম্প্রতি পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের বিষয়ে দৈনিক ভিত্তিতে তথ্য প্রদান করা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতার বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের একটি অংশ উদ্বেগে রয়েছেন

তারা আপাত নিষ্ক্রিয় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন অন্যদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক মার্জিন ঋণ সীমা পুনর্নির্ধারণের কারণে বাজারে তারল্য প্রবাহ বজায় থাকার কারণে অনেক বিনিয়োগকারীর মধ্যে শেয়ার কেনার প্রবণতা দেখা যাচ্ছে সব মিলিয়ে গতকাল পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রবণতা পরিলক্ষিত হয়েছে

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিনশেষে হাজার ৭৭২ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স, যা আগের কার্যদিবসের তুলনায় ১৫ পয়েন্ট কম এদিন ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় পয়েন্ট কমে দিনশেষে হাজার ৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল হাজার ৪৬৯ পয়েন্টে দিনের ব্যবধানে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ প্রায় পয়েন্ট বেড়ে গতকাল হাজার ৪২৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল হাজার ৪২২ পয়েন্টে

গতকাল এক্সচেঞ্জটিতে মোট হাজার ৪৬৫ কোটি ৫০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়, আগের কার্যদিবসে যা ছিল হাজার ৬৭৩ কোটি ৫০ লাখ টাকা এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ২১৬টির আর অপরিবর্তিত ছিল ২০টি সিকিউরিটিজের বাজারদর

খাতভিত্তিক লেনদেন চিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৮৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৫৫ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত আর ১০ দশমিক ৬৪ শতাংশ দখলে নিয়ে তৃতীয় স্থানে ছিল জ্বালানি বিদ্যুৎ খাত এছাড়া বাজারের মোট লেনদেনের ১০ শতাংশ ওষুধ রসায়ন খাত এবং দশমিক ১৮ শতাংশ আর্থিক প্রতিষ্ঠানের দখলে ছিল

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, জেনেক্স ইনফোসিস, ন্যাশনাল ব্যাংক সাইফ পাওয়ারটেক

গতকাল এক্সচেঞ্জটিতে দর বৃদ্ধির (সমাপনী দরের ভিত্তিতে) তালিকায় শীর্ষে ছিল শাহজিবাজার পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, মেট্রো স্পিনিং, এইচ আর টেক্সটাইল, এসবিএসি ব্যাংক, পাইওনিয়ার ইন্সুরেন্স, আনলিমা ইয়ার্ন, মুন্নু এগ্রো, মিরাকল ইন্ডাস্ট্রিজ সিটি জেনারেল ইন্সুরেন্স

অন্যদিকে দরপতনে শীর্ষে ছিল জুট স্পিনার্স, শ্যামপুর সুগার মিল, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, বে-লিজিং, প্রিমিয়ার সিমেন্ট, ইউনিয়ন ক্যাপিটাল রূপালী ব্যাংক

দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১০ পয়েন্ট কমে ১১ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করছে আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৮৫১ পয়েন্টে সিএসইতে গতকাল লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২৫টির দর বৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ১৭২টি আর অপরিবর্তিত ছিল ৩১টির বাজারদর সিএসইতে গতকাল ৯২ কোটি ৪০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০৯ কোটি ৭০ লাখ টাকা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন