সাড়ে ৫ কোটি টিকা অনুদান দেবে যুক্তরাষ্ট্র, পাবে বাংলাদেশও

বণিক বার্তা অনলাইন

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কভিড-১৯ প্রতিরোধী টিকা ভাগ করে নিতে প্রেসিডেন্ট জো বাইডেনের যে প্রতিশ্রুতি ছিল তা বাস্তবায়ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রথম ধাপে যে দেশগুলোকে সাড়ে কোটি টিকা দেয়া হবে তার তালিকা চূড়ান্ত করা হয়েছে। খবর এনবিসি

হোয়াইট হাউজ জানিয়েছে, আঞ্চলিক অগ্রাধিকারের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে টিকা পৌঁছে দেয়া হবে এর মধ্যে রয়েছে: কলম্বিয়া, আর্জেন্টিনা, হাইতি, অন্যান্য ক্যারিবিয়ান দেশ, ডমিনিক রিপাবলিক, কোস্টা রিকা, পানামা, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপিনস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, কেনিয়া, ঘানা, মিশর, জর্ডান, ইরাক, ইয়েমেন, তিউনিশিয়া, ওমান, ইউক্রেন, কসোভো, জর্জিয়া, মালডোভা, বসনিয়া, পশ্চিম তীর গাজা

চলতি মাসের শুরুতে হোয়াইট হাউজ ঘোষণা দিয়েছিল যে, প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহের প্রথম ধাপ পাঠানো হয়ে গেছে এজন্য কোভ্যাক্স প্রয়োজনের ভিত্তিতে কয়েকটি দেশের সরকারের কাছে আড়াই কোটি টিকা পাঠানো হয়েছে

সব মিলিয়ে আশা করা হচ্ছে যে জুন মাসের শেষ নাগাদ মোট কোটি টিকা বিতরণ করবে যুক্তরাষ্ট্র এর মধ্যে কোটি ১০ লাখ টিকা দেয়া হবে জাতিসংঘের নেতৃত্বাধীন জোট কোভ্যাক্সের মাধ্যমে মূলত বিশ্বজুড়ে সঠিকভাবে টিকা বিতরণের জন্য কাজ করছে কোভ্যাক্স যারা লাতিন আমেরিকা ক্যারিবিয়ান দেশগুলোতে কোটি ৪০ লাখ, এশিয়ার জন্য কোটি লাখ আফ্রিকার জন্য কোটি টিকার সংস্থান করবে

কোভ্যাক্সের লক্ষ্য হলো প্রয়োজন বিবেচনায় বিভিন্ন দেশের মানুষকে ২০০ কোটি টিকা সরবরাহ করবে এখন পর্যন্ত কোটি ৮০ লাখ টিকা গন্তব্যে পাঠিয়েও দেয়া হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন