বান্দরবানে কলেরা আক্রান্তদের পাশে সেনাবাহিনী

কয়েকদিন ধরে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মাংরুম পাড়া, ম্যানলিউ পাড়া সমথং পাড়া নামক এলাকায় ব্যাপক আকারে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে ওই পাড়াগুলোয় মুরং জনগোষ্ঠীর প্রায় ১৩৬ জন নারী, পুরুষ শিশু কলেরায় আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় রয়েছে। এছাড়া আক্রান্তদের কয়েকজন এরই মধ্যে মারা গেছে বলেও জানা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে আলীকদম সেনা জোনের একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকায় প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়। ওই মেডিকেল টিমটি ১৪ জুন বিকালে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলসহ হেলিকপ্টারযোগে বিপুল পরিমাণ ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন এবং শুকনো খাবার বিশুদ্ধ খাবার পানিসহ আক্রান্ত এলাকায় যায়। মেডিকেল টিমটি আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সেখানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রাখবে।আইএসপিআর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন