বারভিডার সংবাদ সম্মেলন

মাইক্রোবাস আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক

২০২১-২২ অর্থবছরের বাজেটে মাইক্রোবাস আমদানিতে শুল্ক পুনর্বিন্যাস করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল অর্থমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে মাইক্রোবাস আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) গতকাল এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম দাবি জানান

সংবাদ সম্মেলনে মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটে মাইক্রোবাস হাইব্রিড কার জিপ (১৮০১ সিসি থেকে ২৫০০ সিসি পর্যন্ত) আমদানিতে শুল্ক পুনর্বিন্যাস/ হ্রাস করার প্রস্তাব করা হয়েছে পাশাপাশি বারভিডার প্রস্তাবকে বিশেষ গুরুত্ব দিয়ে নসিমন, লেগুনা ইত্যাদি অনিরাপদ যান চলাচল নিরুৎসাহিত করে গণপরিবহন হিসেবে মাইক্রোবাসকে স্বীকৃতি দেয়া হয়েছে এজন্য প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে ধন্যবাদ মাইক্রোবাস নগর গ্রামীণ জীবনে বিশেষ প্রভাব রাখছে আমরা মাইক্রোবাস আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আবেদন করেছিলাম তবে তা গৃহীত হয়নি সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে পুনরায় আহ্বান জানাচ্ছি

তিনি আরো বলেন, রিকন্ডিশন্ড গাড়ি আমদানির ক্ষেত্রে ৪৫ শতাংশ অবচয় এবং বছরভিত্তিক অবচয় সুবিধা চেয়েছিলেন তা প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত হয়নি এসব সুবিধা দেয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি

সংবাদ সম্মেলনে বারভিডার প্রেসিডেন্ট আবদুল হক স্বাগত বক্তব্য দেন সময় সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মোহা. সাইফুল ইসলাম (সম্রাট) জসিম উদ্দিন মিন্টু, ট্রেজারার মোহাম্মদ আনিছুর রহমান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মোখলেছুর রহমান, পাবলিকেশন পাবলিসিটি সেক্রেটারি ফরিদ আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য আবু হোসেন, জিয়াউল ইসলাম, ইউনূছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন