১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ব্যাংক কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে এবি ব্যাংকের ১৭৬ কোটি ১৮ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় ব্যাংকটির সাবেক বর্তমানসহ ১৬ জন ব্যাংকারকেও আসামি করা হয়েছে। গতকাল দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ দুদকের ঢাকা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা - মামলাটি দায়ের করা হয়েছে। ১৯৪৭ সালের দুর্নীতিবিরোধী আইনের () ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কালাম আজাদ। তিনি বণিক বার্তাকে বলেন, ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এরশাদ আলীসহ আরো ১৬ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন এরশাদ ব্রাদার্স করপোরেশনের মালিক এরশাদ আলী, এবি ব্যাংক কাকরাইল শাখার সাবেক ম্যানেজার এবিএম আব্দুস সাত্তার, কাকরাইল শাখার সাবেক রিলেশনশিপ ম্যানেজার মোহাম্মদ আবদুর রহিম, কাকরাইল শাখার এসভিপি মো. আনিসুর রহমান, সাবেক ভিপি শহিদুল ইসলাম, এভিপি মো. রুহুল আমিন, ইভিপি ওয়াসিকা আফরোজ, সাবেক ইভিপি মুফতি মোস্তাফিজুর রহমান, সাবেক এসইভিপি সালমা আক্তার, এভিপি মো. এমারত হোসেন ফকির, সাবেক প্রিন্সিপাল অফিসার মো. তৌহিদুল ইসলাম, এমভিপি শামীম মোরশেদ, কাকরাইল শাখার ভিপি খন্দকার রাশেদ আনোয়ার, এভিপি সিরাজুল ইসলাম, সাবেক ভিপি মোহাম্মদ মাহফুজ উল ইসলাম, কাকরাইল শাখার ডিএমডি মশিউর রহমান চৌধুরী সাবেক এমডি শামীম আহমেদ।

মামলার এজাহারে বলা হয়েছে, এরশাদ আলী এবি ব্যাংকের কাকরাইলের ইসলামী ব্যাংক শাখা থেকে পদ্মা রেল সেতু প্রকল্পে পাথর সরবরাহের ছয়টি ওয়ার্ক অর্ডার দেখিয়ে ১৬৬ কোটি ১৮ লাখ টাকা ঋণ নেন। কাকরাইলের এবি ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা থেকে ২০১৫-১৭ সাল পর্যন্ত ছয় ধাপে ঋণ নেয় এরশাদ আলীর প্রতিষ্ঠান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন