ইউসিবির ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বণিক বার্তা অনলাইন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড(ইউসিবি) সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে। এরমধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২০ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ২ টাকা ৪২ পয়সা। যেখানে এর আগের বছরে ইপিএস ছিল ২ টাকা ৩৫ পয়সা।

গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৩৫ পয়সায়।

এদিকে চলতি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইউসিবির সমন্বিত ইপিএস হয়েছে ৪০ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩২ পয়সায়।

এ বছরের ৩১ মার্চ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯ টাকা ৭৫ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ৫ আগষ্ট ডিজিটাল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য ৩০ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন