করোনার ভারতীয় ধরণ

উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে দেওয়া যাবে না: আমু

বণিক বার্তা প্রতিনিধি, ঝালকাঠী

মহামারী করোনার ভারতীয় ধরণ যাতে ছড়িয়ে না পড়ে এজন্য উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলায় প্রবেশ করতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

রোববার দুপুরে ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহরের বারোচালা এলাকায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন আমির হোসেন আমু। 

এসময় তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় করোনার ডেল্টা ভেরিয়েন্টে (ভারতীয় ধরণ) আক্রান্ত হচ্ছে মানুষ। সবাইকে সচেতন থাকতে হবে। যারা টিকা নেননি, অল্প সময়ের মধ্যে করোনা প্রতিরোধের টিকা নিয়ে নিবেন। সীমান্তবর্তী এলাকার কোন মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দিবেন না। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নিবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী,জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলম নবীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন