তৃতীয় ওয়ানডে

কুশল পেরেরার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে শ্রীলংকা

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এসে জ্বলল শ্রীলংকার অধিনায়ক কুশল পেরেরার ব্যাট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তার ঝলমলে এক সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথে শ্রীলংকা ৯৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন অতিথি দলের অধিনায়ক প্রতিবেদন লেখার সময় সফরকারী দলের সংগ্রহ ছিল উইকেটে ১৯২ রান কুশল পেরেরা ১০৮ ধনঞ্জয়া ডি সিলভা ১২ রানে ব্যাট করছিলেন

টস হেরে ব্যাটিং নেয় লংকানরা দানুষ্কা গুনাতিলকাকে নিয়ে দারুণ সূচনা করেন পেরেরা দুজন ওপেনিং জুটিতে ৭৪ বলে বোর্ডে তোলেন ৮২ রান গুনাতিলকাকে বোল্ড করে তাসকিন আহমেদ জুটির সমাপ্তি ঘটিয়েছেন একই ওভারে পাথুম নিশাঙ্কাকেও ফেরান তাসকিন এরপর অধিনায়ক কুশল পেরেরা সহ-অধিনায়ক কুশল মেন্ডিস তৃতীয় উইকেট জুটিতে ৬৯ রান যোগ করে স্থিতি আনেন কুশলনকে ফিরিয়ে বাংলাদেশ দলের জন্য হুমকি হয়ে ওঠা জুটিও ভাঙেন সেই তাসকিন

তাসকিনের আঘাতে এক প্রান্ত দিয়ে তিন তিনটি উইকেটের পতন ঘটলেও অন্য প্রান্তে দুর্ভেদ্য দেয়াল তৈরি করে খেলে যান পেরেরা অলরাউন্ডার ধনঞ্জয়াকে নিয়ে দলকে টানছিলেন তিনি ধনঞ্জয়া শুরু দেখেশুনে খেললেও রাজসিক ব্যাটিং করে যাচ্ছিলেন পেরেরা তিনি পথে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি ১০ বাউন্ডারি এক ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি

আগেই সিরিজ জিতে নেয়া বাংলাদেশ আনুষ্ঠানিকতার ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামে লিটন দাসের জায়গায় এসেছেন নাইম শেখ, আর আগের ম্যাচে মাথায় আঘাত পাওয়া মোহাম্মদ সাইফ উদ্দিনের জায়গায় খেলছেন তাসকিন আহমেদ   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন