ইউল্যাব ও থাইল্যান্ডের এআইটির মধ্যে শিক্ষা সহযোগিতামূলক ওয়েবিনার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) সম্প্রতি একটি ওয়েবিনারের আয়োজন করে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটো তাদের একাডেমিক ব্রিজিং কার্যক্রম বাস্তবায়ন শুরু করে। বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সক্রিয়করণের ফলে ইউল্যাবের শিক্ষার্থীরা এখন চাইলে এআইটির ইউনিফাইড মাস্টার্সের প্রোগ্রামগুলোতে যোগ দিতে পারবে বা তাদের ক্রেডিটগুলো ইন্টার্ন হিসেবে স্থানান্তর করতে পারবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এআইটির একাডেমিক ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক শোভাকার ধাকাল।

অনুষষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অনুদানের অংশ হিসেবে নির্মিত এআইটিতে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক জয়শ্রী রায়। ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তুজা উভয় প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান সম্প্রসারণ এবং অর্থপূর্ণ অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেন।

ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান তার বক্তব্যে গবেষণায় সহযোগিতার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য বা শিক্ষার্থীদের অন্যান্য প্রোগ্রামে এইআইটিতে যোগদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনায় হয়। উভয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫ জন অংশগ্রহণকারী অনুষ্ঠানে অংশ নেন। যাদের মধ্যে এআইটির বিভিন্ন স্কুল বিভাগের ডিন পরিচালক, ইউল্যাবের বিভিন্ন বিভাগের প্রধান, উভয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অনুষদ সদস্য, বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা ছিলেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন