নওগাঁয় কমেছে পেঁয়াজ, রসুন ও আদার দাম

বণিক বার্তা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে পেঁয়াজ, রসুন আদার দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম টাকা, রসুন টাকা আদার দাম ২০ টাকা কমেছে। রমজান মাস করোনা পরিস্থিতির অজুহাতে বাজার কিছুটা অস্থির থাকলেও জেলা প্রশাসনের তদারকিতে বাজারে স্বস্তি ফিরেছে।

নওগাঁ শহরের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এসেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৮ টাকা দরে বিক্রি হলেও তা বর্তমানে ৩৫ টাকা বিক্রি হচ্ছে। রসুন ৬৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি কেজি আদার দাম ৮০ থেকে কমে ৬০ টাকায় নেমে এসছে। এছাড়া ঈদ সামনে রেখে বাজারে সুগন্ধি চাল, চিনি ভোজ্যতেলের চাহিদা বেড়েছে। তবে সরবরাহে ঘাটতি না থাকায় দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতি কেজি সুগন্ধি চাল প্রকারভেদে ৮০-৮৫ টাকা, চিনি প্রতি কেজি ৭০ ভোজ্যতেল ১২০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

নওগাঁ শহরের হাট নওগাঁ মহল্লার বাসিন্দা মেজবা হাসান পরশ বলেন, অন্যান্য বছর ঈদ এলেই বাজারে সবকিছুর দাম বেড়ে যেত। কিন্তু এবার সেটা হয়নি। ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে।

শহরের পার নওগাঁ মহল্লার বাসিন্দা সিহাব হোসেন জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে নিয়মিত বাজারে আসেন তিনি। দোকানে মূল্যতালিকা টাঙানো থাকায় বিক্রেতারা বেশি দাম নিচ্ছেন না। পেঁয়াজ রসুনের দাম অনেক কমে এসেছে। এভাবে বাজার নিয়ন্ত্রণে থাকলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ স্বস্তিতে তাদের চাহিদা মেটাতে পারবে।

জেলা প্রশাসনের বাজার মনিটরিং কর্মকর্তা মো, আমিনুল ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল সহনীয় পর্যায়ে রাখতে রমজানের শুরু থেকেই আমরা বাজারে নিয়মিত তদারক করে আসছি। প্রত্যেকটি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা টাঙানো নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের যৌথ অংশগ্রহণে আমরা বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আশা করছি ঈদ সামনে রেখে কেউই বাজারে এবার অস্থিরতা সৃষ্টি করতে পারবে না।

নওগাঁ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, করোনাভাইরাসে সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। অসংখ্য মানুষ কর্মহীন হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আমরা ব্যবসায়ীদের সঙ্গে প্রতিনিয়ত বৈঠক করছি। দ্রব্যমূল্য ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আমরা নিয়মিত বাজার তদারকি এবং নানা পদক্ষেপ গ্রহণ করায় এবার বাজার নিয়ন্ত্রণে আছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন