দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

বণিক বার্তা অনলাইন

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। আজ শনিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট‘র (আইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একটি নমুনা পরীক্ষায় একটি ভারতীয় স্টেইন ধরা পড়েছে, যা জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে (জিএসআইডি) প্রকাশিত হয়েছে।

ডা. এস এম আলমগীর জানান, এভারকেয়ার হাসপাতালে একটি নমুনা পাওয়া গিয়েছে। সেই তথ্য জিএসআইডি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। 

বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম নিশ্চিত করে বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা ভারত থেকে ফিরেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন