চিকিৎসাসেবায় ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসাসংক্রান্ত কাজে বিশেষ অবদান সহায়তার স্বীকৃতি হিসেবে বছর ১৪ জন চিকিৎসক, একজন আইনজীবী, একজন সাংবাদিক তিনটি প্রতিষ্ঠানসহ মোট ১৯টি পদক প্রদানের ঘোষণা দিয়েছে মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট প্লাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি। - এপ্রিল পালিত চিকিৎসা সপ্তাহের শেষ দিন গত বুধবার প্রথমবারের মতো পুরস্কার ঘোষণা করা হয়।

উপলক্ষে ভার্চুয়াল এক আলোচনায় অংশ নেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, ওজিএসবির সেক্রেটারি অধ্যাপক ডা. গুলশান আরা, মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্টের মহাসচিব অধ্যাপক ডা. রোকন উদ্দীন।

চলতি বছর পদকের জন্য মনোনীত ১৪ জন চিকিৎসক হলেনঅধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক, অধ্যাপক ডা. এজেডএন মাইদুল ইসলাম, অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান, ডা. মাহবুবুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আনোয়ার চৌধুরী, অধ্যাপক ডা. রাশিদা বেগম, অধ্যাপক ডা. এমকিউকে তালুকদার, অধ্যাপক ডা. এমএ ফয়েজ, অধ্যাপক ডা. তাহমিনা বানু, অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা অধ্যাপক ডা. এম মনির হোসেন। দুই হাসপাতাল-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। সেবাধর্মী প্রতিষ্ঠান হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর। এছাড়া আইনজীবী জেডআই খান (পান্না) সাংবাদিক মোহসীন-উল-হাকিম এবার পদকের জন্য মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, আগামী বছর থেকে নিয়মিতভাবে পদক প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন