বিভিন্ন জেলায় ৭ মার্চ পালিত

বণিক বার্তা ডেস্ক

যথাযোগ্য মর্যাদায় সারা দেশে মার্চ পালিত হয়েছে। ১৯৭১ সালের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ভাষণ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশের মানুষকে উজ্জীবিত করেছিল। দিনটিকে স্মরণ করে রাখতে গতকাল বিভিন্ন জেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর

নারায়ণগঞ্জ: গতকাল সকালে নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর কবির হোসেন, সাগর আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, সহসভাপতি বাবু প্রমুখ।

জয়পুরহাট: গতকাল সকাল ৭টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, সাধারণ সম্পাদক . . আব্দুর রহমান রনি প্রমুখ।

বাগেরহাট: গতকাল সকাল ৮টার দিকে জেলা প্রশাসন শিশু একাডেমির উদ্যোগে বাগেরহাট শহরের জেলা পরিষদ মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়জুল হক, পুলিশ সুপার কেএম আরিফুল হক, স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামান প্রমুখ।

হিলি: গতকাল সকাল ৯টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌর মেয়র জামিল হোসেন, ওসি ফেরদৌস ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি: আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদস্য লস্কর আশিকুর রহমান দিপু, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির প্রমুখ।

রাজবাড়ী: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রাজবাড়ী- আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান প্রমুখ।

নওগাঁ: মুক্তির মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শুরুতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। পরে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন প্রমুখ প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সিরাজগঞ্জ: দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ- (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, জেলা প্রশাসক . ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক আব্দুস সামাদ তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন