সিকিউরিটিজ আইন লঙ্ঘন

তিন ব্রোকারেজকে ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তিন ব্রোকারেজ হাউজকে মোট লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির ৭৬৩তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রোকারেজ হাউজগুলো হলো নেক্সাস সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেড।

এর মধ্যে নেক্সাস সিকিউরিটিজকে লাখ টাকা এমটিবি সিকিউরিটিজকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর ফার্স্ট লিড সিকিউরিটিজের বিরুদ্ধে সিরাজুল হক, নাসিমা বেগম, . এমএ আহাদ আয়েশা তাসনিম ইশিতার অভিযোগের ভিত্তিতে করা তদন্তে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয় প্রমাণ হওয়ায় হাউজটিকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিন মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা সুবিধা বন্ধ: বিধিমালা লঙ্ঘনের দায়ে তিনটি মার্চেন্ট ব্যাংকের আইপিও কোটা সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। তিনটি মার্চেন্ট ব্যাংক হলো বেঙ্গল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড।

এছাড়া প্রতিষ্ঠান তিনটি চলতি বছরের ৩০ জুনের মধ্যে মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে তাদের মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন