৩০ হাজারেরও বেশি ম্যাক ম্যালওয়্যারে আক্রান্ত

বণিক বার্তা ডেস্ক

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী ৩০ হাজারেরও বেশি ম্যাক ডিভাইস এক রহস্যজনক ম্যালওয়্যারে সংক্রমিত হয়েছে। তবে ডিভাইসগুলো কীভাবে সংক্রমিত হচ্ছে কিংবা ভাইরাস কীভাবে ছড়িয়ে পড়ছে, সে বিষয়ে কোনো ধারণা নেই অ্যাপলের। খবর বিজনেস ইনসাইডার

খবরে বলা হয়েছে, সিলভার স্প্যারো নামের ম্যালওয়্যার নিজেকে ধ্বংস করার কৌশলসংবলিত এবং এটি খুব দ্রুত বড় ধরনের তথ্য চুরি করার সক্ষমতা রাখে। নিরাপত্তা বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে ম্যালওয়্যারের উপস্থিতি সম্পর্কে প্রযুক্তিবিষয়ক পত্রিকা আর্স টেকনিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও ম্যালওয়্যারটির নিজেকে ধ্বংস করার মতো কোনো বৈশিষ্ট্যের লক্ষণ এখনো প্রকাশ পায়নি, তবে এর মধ্যে কেন সক্ষমতা বিদ্যমান সেটাই এখন বড় প্রশ্ন।

বিশ্লেষকরা বলছেন, যেহেতু ম্যালওয়্যারে সংক্রমিত হওয়ার পর কোনো চূড়ান্ত পেলোড (ম্যালওয়্যার ফাইল) প্রকাশ পাচ্ছে না, এর অর্থ দাঁড়ায় ম্যালওয়ারটি যেকোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে। এরই মধ্যে বিশ্বের ১৫৩টি দেশে ম্যালওয়্যার শনাক্ত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স জার্মানিতে এর উপস্থিতি ব্যাপক। সিলভার স্প্যারো একটি ক্লাস্টারভিত্তিক কার্যকলাপ, যা অ্যাপলের নতুন এম-ওয়ান চিপ বাইনারি কমপ্লায়েড যুক্ত করে এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পেলোড না থাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন