সম্মেলনে বক্তারা

বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ প্রদানে উৎসাহী উভয় দেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চীন উভয় দেশ বাণিজ্য বিনিয়োগের সুযোগ প্রদানে উৎসাহী বলে জানিয়েছেন আলোচকরা। গত সোমবার স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে কথা বলেন তারা।

শোকেস বাংলাদেশ: চায়না-বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট শীর্ষক সম্মেলনে বাংলাদেশ চীনের মধ্যকার সম্ভাব্য অংশীদারিত্বের সুযোগ পরিবর্তনশীল ভৌগোলিক ল্যান্ডস্কেপের মধ্যেও কৌশলগত সুযোগ সৃষ্টির বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের নেতাদের সঙ্গে চীনের সরকারি, বেসরকারি, নীতিনির্ধারণী, বিনিয়োগ, ব্যাংক অর্থনীতি খাতের চার শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন