কয়লা আমদানিতে প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন

বণিক বার্তা ডেস্ক

কয়লার শীর্ষ ভোক্তা দেশ চীন। অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ আমদানি করা কয়লা দিয়ে পূরণ করে দেশটি। গত বছর চীনের বাজারে কয়লা আমদানিতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। জ্বালানি পণ্যটির আমদানি আগের বছরের তুলনায় প্রায় দেড় শতাংশ বেড়েছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে চীনা আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে ৩০ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টন কয়লা আমদানি করেছে। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি বেড়েছে দশমিক ৪৯ শতাংশ। এর মধ্য দিয়ে চীনে কয়লা আমদানিতে টানা পাঁচ বছর ধরে প্রবৃদ্ধি বজায় রয়েছে।

মাসভিত্তিক হিসাবে গত ডিসেম্বরে আন্তর্জাতিক বাজার থেকে চীনে সব মিলিয়ে কোটি ৯০ লাখ ৮০ হাজার টন কয়লা আমদানি হয়েছে, যা আগের মাসের তুলনায় ২৩৪ দশমিক শতাংশ বেশি। ২০১৯ সালের একই সময়ে দেশটিতে সাকল্যে ২৭ লাখ ৭০ হাজার টন কয়লা আমদানি হয়েছিল। মূলত শীত মৌসুম শুরু হওয়ার প্রাক্কালে নভেম্বর-ডিসেম্বরে চাহিদা বেড়ে যাওয়ায় কয়লা আমদানি বাড়িয়ে দিয়েছে চীন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন