ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টকে ৬৮৬৩৩ ডলার অনুদান জাপানের

বণিক বার্তা ডেস্ক

একটি বাংলাদেশী বেসরকারি প্রতিষ্ঠানকে ৬৮ হাজার ৬৩৩ ডলার অনুদান দিয়েছে জাপান সরকার, বাংলাদেশী টাকায় যার পরিমান ৫০ লাখ টাকা। 

গ্র্যাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রোজেক্ট-এর অধীনে আজ সোমবার ঢাকায় জাপান দূতাবাসে এ অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি)-এর সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি পরিচালক ওমর শরীফ ইবনে হাসান।

এর আগে ডিসিএইচটি ’ঢাকা জেলা নবজাতক ও শিশু স্বাস্থ্য সুরক্ষা বাবস্থায় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ’ প্রকল্পের অধীনে অনুদান পায়। 

এই অনুদানের আওতায়, ডিসিএইচটি নবজাতক ও শিশু স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা প্রদানের লক্ষ্যে ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ক্রয় ও স্থাপন করবে।  নবজাতক ও শিশু যাদের শ্বাসযন্ত্রের রোগ রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে তারা বিশেষায়িত চিকিৎসা সহায়তা পাবে। 

জাপান সরকার ১৯৮৯ সাল থেকে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা উন্নয়নের জন্য গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্র্যাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রোজেক্টস্ (জিজিএইচএসপি)-এর মাধ্যমে ১৯৭টি এনজিও প্রকল্পে অর্থায়ন করেছে। এরই মধ্যে এই স্কিমের আওতায় বাংলাদেশ কর্মরত বিভিন্ন এনজিওকে সর্বমোট প্রায় ১৫ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন