সূচক কমলেও চাঙ্গা লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সূচকে মাঝারি মানের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহটা শুরু হলো দেশের পুঁজিবাজারের। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৯৯ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স কমেছে শতাংশ। অবশ্য সূচকে পতন হলেও গতকাল দেশের উভয় শেয়ারবাজারে টাকার অংকে লেনদেন বেড়েছে।

হাজার ৯০৯ পয়েন্ট নিয়ে গতকালের লেনদেন শুরু করেছিল ডিএসইএক্স। শেষ পর্যন্ত তা হাজার ৮৫০ পয়েন্টে অবস্থান করছিল। অর্থাৎ গতকাল সূচকটি কমেছে ৫৯ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ। এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় ২৪ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে দিনশেষে হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ৩২৩ পয়েন্ট। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ২৮ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ কমে গতকাল লেনদেন শেষে হাজার ২০৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল হাজার ২৩৭ পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৭২টির, কমেছে ২৩১টির আর অপরিবর্তিত ছিল ৫৬টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ১৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিদ্যুৎ জ্বালানি খাত। ১৪ শতাংশ দখলে নিয়ে এরপর যৌথভাবে রয়েছে টেলিযোগাযোগ ব্যাংক খাত। এছাড়া ১২ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাত।

গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড।

গতকাল এক্সচেঞ্জটিতে সমাপনী দরের ভিত্তিতে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল সিটি ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এদিকে গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ ১০ সিকিউরিটিজ হলো জুট স্পিনার্স লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।

দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ১০০ পয়েন্ট কমে ১০ হাজার ২৮৭ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবস শেষে সূচকটির অবস্থান ছিল ১০ হাজার ৩৮৭ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৬৮টির, আর অপরিবর্তিত ছিল ৩০টির বাজারদর।

সূচক কমলেও গতকাল দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই টাকার অংকে লেনদেন বেড়েছে। ডিএসইতে গতকাল মোট হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ৭০ কোটি ৮৫ লাখ টাকা। সিএসইতে গতকাল ১৫১ কোটি ৭০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮৩ কোটি ৭৮ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন