১ ফেব্রুয়ারি পালন হবে ‘বিশ্ব শব্দ করে পড়া দিবস’

বণিক বার্তা অনলাইন

প্রতিবছরের মতো এবছরও ১ ফেব্রুয়ারি বাংলাদেশে  ‘বিশ্ব শব্দ করে পড়া দিবস’ পালনের উদ্যোগ নিয়েছে ‘রিড অ্যালাউড বাংলাদেশ’ নামে একটি সংগঠন। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় প্রেসক্লাবে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে শব্দ করে পড়ার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ দেশবরেণ্য শিক্ষাবিদগণ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, ‘শব্দ করে পড়ি, নিজেকে আবিষ্কার করি’ স্লোগানে শব্দ করে পড়ার ব্যাপারে নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রিড অ্যালাউড বাংলাদেশ-এর রূপকার রূপক সিংহ। প্রতি বছরের ন্যায় এবারও তারা আনুষ্ঠানিভাবে দিবসটি পালন করবে।   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন