চুয়াডাঙ্গার সীমান্তবর্তী গ্রাম থেকে ১২০ ভরি স্বর্ণসহ যুবক আটক

বণিক বার্তা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের একদল সদস্য চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী হৈবতপুর গ্রাম থেকে ১ কেজি ৪০০ গ্রাম (১২০ ভরি) স্বর্ণসহ এক যুবককে আটক করেছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮৮ লাখ ৮২ হাজার ৩০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বড়বলদিয়া বিজিবি বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল বিজিবি সদস্য চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হৈবতপুর গ্রামের পাঁচকবর নামক স্থান হতে নওগাঁ জেলার সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফয়েজ মল্লিকের ছেলে আব্দুল জব্বারকে (৩২) আটক করে। তার দেহ তল্লাশি করে ১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮৮ লাখ ৮২ হাজার ৩০ টাকা।

আটক আব্দুল জব্বারকে স্বর্ণসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়। হাবিলদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন