করোনায় চীনের কয়লা উত্তোলন প্রবৃদ্ধিতে ধাক্কা

বণিক বার্তা ডেস্ক

করোনা মহামারীর মধ্যেও চলতি বছর চীনে কয়লা উত্তোলন বেড়েছে। বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়লেও এর প্রবৃদ্ধির গতি অনেকটাই কমে এসেছে। খাতসংশ্লিষ্টরা বলেছেন, শীত মৌসুমে মহামারী পরিস্থিতির আরো অবনতি ঘটলে চলতি বছর চীনে কয়লা উত্তোলনে ঋণাত্মক ধারা দেখা যেতে পারে। একই সঙ্গে করোনাকালে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি পণ্যটির আমদানিও কমিয়ে এনেছে চীন। খবর সিনহুয়া।

চীন বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে চীনের খনিগুলো থেকে সব মিলিয়ে ৩১৩ কোটি টন কয়লা উত্তোলন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় গত জানুয়ারি-অক্টোবর সময়ে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে সাকল্যে দশমিক শতাংশ।

মাসভিত্তিক হিসাবে গত অক্টোবরে চীনে সব মিলিয়ে ৩৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টন কয়লা উত্তোলনের তথ্য দেশটির সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের একই সময়ের তুলনায় গত অক্টোবরে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে দশমিক শতাংশ। তবে গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দেশটিতে কয়লা উত্তোলন দশমিক শতাংশ কমে এসেছে।

চীনের শাংসি প্রদেশে সবচেয়ে বেশি কয়লা উত্তোলন হয়। সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার জের ধরে চীনা খনিগুলোয় সরকারি নজরদারি প্রকল্প চালু করা হয়েছে। ফলে তুলনামূলক ছোট মাঝারি আকারের খনিগুলো থেকে আগামী দিনগুলোয় কয়লা উত্তোলন কমতে পারে। অনেক খনি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য উত্তোলন কার্যক্রম সীমিত করে আনতে পারে। এর প্রভাব পড়তে পারে চীনের সামগ্রিক কয়লা উত্তোলনে।

উত্তোলন প্রবৃদ্ধি শ্লথ হওয়ার পাশপাশি আন্তর্জাতিক বাজার থেকে চীনে কয়লা আমদানিও আগের তুলনায় কমে এসেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-অক্টোবরে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ২৫ কোটি টন কয়লা আমদানি করেছে। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি কমেছে দশমিক শতাংশ।

মাসভিত্তিক হিসাবে গত অক্টোবরে চীনের বাজারে সব মিলিয়ে কোটি ৩৭ লাখ ৩০ হাজার টন কয়লা আমদানির তথ্য দেশটির সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের একই সময়ের তুলনায় গত অক্টোবরে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি কমেছে রেকর্ড ৪৬ দশমিক শতাংশ। তবে গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দেশটিতে কয়লা আমদানি দশমিক শতাংশ বেড়েছে।

উত্তোলন খাতে সম্ভাব্য মন্দার আশঙ্কা থেকে এরই মধ্যে চীনের বাজারে কয়লার দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে দেশটির স্পটমার্কেটে প্রতি টন কয়লা ৬০০ ইউয়ান (স্থানীয় মুদ্রা) বা ৯১ ডলার ১৮ সেন্টে বিক্রি হচ্ছে। চীন সরকারের বেঁধে দেয়া কয়লার সর্বোচ্চ মূল্যের তুলনায় দাম অনেকটা বেশি। আগামী দিনগুলোয় দেশটিতে জ্বালানি পণ্যটির দাম আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন