তুরস্কে দায়িত্বরত নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ফ্রান্স

বণিক বার্তা ডেস্ক

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে অপমান করায় তুরস্কে নিয়োজিত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। খবর রয়টার্স।

সম্প্রতি মাখোঁ ঘোষণা দেন, তিনি যেভাবেই হোক ধর্মনিরপেক্ষতার মূল্যবোধকে অক্ষুণ্ন রাখবেন। লক্ষ্যে তিনি ইসলামী কট্টরপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ করতেও পিছপা হবেন না। এর জেরে এরদোগান বলেন, মাখোঁর আসলে মানসিক স্বাস্থ্য বিগড়ে গেছে, তা পরীক্ষা করা দরকার।

শ্রেণীকক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারণে সম্প্রতি ফরাসি এক শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে মাখোঁ বলেন, আমরা ব্যঙ্গচিত্র প্রদর্শন করা থামাব না। এর জবাবে এরদোগান বলেন, ইসলাম ধর্ম মুসলমানদের নিয়ে মাখোঁর আসলে সমস্যাটা কী? তার মানসিক চিকিৎসার দরকার।

এমনই এক পরিস্থিতিতে কী ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে আলোচনার জন্য তুরস্কে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে ফ্রান্সে ডেকে পাঠানো হয়েছে। শিগগিরই তিনি প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে বৈঠকে বসবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন