করোনার ভ্যাকসিন ক্রয়ে এডিবির ২৫ কোটি টাকার অনুদান

নিজস্ব প্রতিবেদক

কভিড-১৯-এর ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৩০ লাখ ডলার অনুদান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বর্তমান বিনিময় হারে টাকায় যা প্রায় ২৫ কোটি। জাপানের আর্থিক সহায়তায় এডিবির গঠন করা এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে অর্থ দেয়া হচ্ছে।

গতকাল বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এডিবির মধ্যে চুক্তি সই হয়। ভার্চুয়াল মাধ্যমে চুক্তিতে সই করেন ইআরডি সচিব ফরিদা ইয়াসমিন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। এডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, আমরা খুবই খুশি যে বাংলাদেশকে কভিড ভ্যাকসিন কেনার জন্য অর্থ দেয়া হচ্ছে। বর্তমানে বিভিন্ন দেশে কভিড ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। বাংলাদেশ তার জনগণের জন্য দ্রুত ভ্যাকসিন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কভিডের কারণে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি।

নিয়ে এডিবি করোনাকালীন প্রায় ৬০ কোটি ৩০ লাখ ডলারের অর্থায়ন সুবিধা দিল। যার মধ্যে ঋণ অনুদান রয়েছে। এখন পর্যন্ত চারটি দেশ থেকে করোনার ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন