দেশে আরো ৩২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে কভিড-১৯ সংক্রমণে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে, আর একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে হাজার ২৭৫ জন। মোট শনাক্তের সংখ্যা লাখ ৫৯ হাজার ১৪৮। মোট মৃত হাজার ১৬১ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ। পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৮১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার দশমিক ৪৪ শতাংশ। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ১০ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ১৫তম স্থানে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় ২৯তম অবস্থানে। বিশ্বে পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা কোটি ২৮ লাখ পেরিয়েছে। মৃতের সংখ্যা পৌঁছেছে লাখ ৯৪ হাজারে।

মৃতদের মধ্যে ২৩ জনের বয়স ৬০ বছরের বেশি, ছয়জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১-৫০ এবং দুজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে। ২০ জন ঢাকা বিভাগের, পাঁচজন চট্টগ্রাম, একজন রাজশাহী, চারজন খুলনা দুজন সিলেট বিভাগের। দেশে পর্যন্ত মারা যাওয়া হাজার ১৬১ জনের মধ্যে হাজার ৯৯৬ জন পুরুষ হাজার ১৬৫ জন নারী।

মৃতদের মধ্যে হাজার ৬১৭ জনের বয়স ৬০ বছরের বেশি। হাজার ৩৯৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৬৬৯ জনের বয়স ৪১-৫০, ২৯৬ জনের বয়স ৩১-৪০, ১১৮ জনের বয়স ২১-৩০, ৪২ জনের বয়স ১১-২০ ২৪ জনের বয়স ছিল ১০ বছরের কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন