বিনিয়োগকারীদের আস্থা ফেরায় বেড়েছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রায় এক বছর পর হাজার পয়েন্টের ঘরে থেকে গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। এতে বিনিয়োগকারীরা ফের বাজার নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। ফলে গতকাল বড় ধরনের উত্থান হয়েছে সূচকে। দেশের উভয় পুঁজিবাজারের প্রধান সূচকই বেড়েছে দেড় শতাংশের বেশি হারে। সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। গতকাল ডিএসইএক্সে পয়েন্ট যোগ হয়েছে দশমিক ৬৫ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে দশমিক ৫৬ শতাংশ।

বিনিয়োগকারীদের আস্থা ফেরায় গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল বাজার। ধারা অব্যাহত ছিল সাড়ে ১২টা পর্যন্ত এরপর বাজার কিছুটা পড়লেও তা খুব বেশি নয়। ফলে শেষ পর্যন্ত ইতিবাচক অবস্থানে থেকেই শেষ হয়েছে দিনের লেনদেন। হাজার ১১ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করা ডিএসইএক্স শেষ পর্যন্ত অবস্থান করছিল হাজার ৯৪ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৮৩ পয়েন্ট বা দশমিক ৬৫ শতাংশ বেশি।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল প্রায় ১২ পয়েন্ট বা দশমিক শূন্য শতাংশ বেড়ে হাজার ১৭০ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিন শেষে ছিল হাজার হাজার ১৫৮ পয়েন্ট। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ১৬ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ বেড়ে লেনদেন শেষে হাজার ৭৫৬ পয়েন্টে দাঁড়ায়, আগের দিন যা ছিল হাজার ৭৪০ পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ২২৬টির, কমেছে ১০৬টির, আর অপরিবর্তিত ছিল ২৫টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ১৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থানে ছিল ওষুধ খাত। ১৪ শতাংশ দখলে নিয়ে এরপর ছিল ব্যাংক খাত। এছাড়া ১২ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত।

ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন লিমিটেড এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।

এক্সচেঞ্জটিতে গতকাল সমাপনী দরের ভিত্তিতে দরবৃদ্ধিতে শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় রয়েছে সিটি ব্যাংক লিমিটেড, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে গতকাল ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ ১০ সিকিউরিটিজ হলো হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঊঙ্গজ লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে গতকাল প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ১৩৪ পয়েন্ট বেড়ে হাজার ৭৩৬ পয়েন্টে অবস্থান করে। গত কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল হাজার ৬০২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৮৫টির, আর অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর।

দেশের উভয় পুঁজিবাজারেই টাকার অংকে লেনদেন বেড়েছে। ডিএসইতে গতকাল মোট হাজার ৩২৯ কোটি ৭৩ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল হাজার ২৪ কোটি ৫৪ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে গতকাল ৪৭ কোটি ৯৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৯ কোটি ২২ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন