নান্দাইলে দাঁড়িয়ে থাকা ট্রাককে গরুবাহী ট্রাকের ধাক্কা, নিহত ২

বণিক বার্তা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ময়মনসিংহের নান্দাইলে একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের সংর্ঘষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। এ দুর্ঘটনায় ৪টি গরুর মৃত্যু ও ২৫টি গরু জখম হয়েছে।

নান্দাইল থানার ওসি মনসুর আহমেদ জানান, আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার যশোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার সাইদুল ইসলাম (৪২) ও মোস্তাকিম (২০)। 

তিনি আরো জানান, গরু বোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের রৌমারী থেকে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া যাচ্ছিল। ট্রাকটি নান্দাইল উপজেলার যশোরা এলাকায় মহাসড়কে থেমে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী মারা যান। এছাড়া ৪টি গরুও ঘটনাস্থলেই মারা যায় এবং আরো ৩ জন ও ২৫টি গরু মারাত্মক জখম হয়।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক জানান, মরদেহগুলো হাইওয়ে থানা থেকে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। গুরুতর আহতদের ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন