বন্যাপ্লাবিত এলাকার প্রকৃত পরিস্থিতি তদারকির নির্দেশ কৃষিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

বন্যায় কৃষকের ক্ষতি পুষিয়ে কর্মকর্তাদের অতি দ্রুত বন্যাপ্লাবিত এলাকা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ, কার্যক্রম নিবিড়ভাবে তদারকি মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী . মো. আবদুর রাজ্জাক। গতকাল সকালে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদুল আজহা-পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে এক অনলাইন সভায় নির্দেশ দেন মন্ত্রী।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কৃষিমন্ত্রী বলেন, চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা চরম অনিশ্চয়তায় আছেন। বন্যার পানি নেমে গেলে জরুরি ভিত্তিতে কৃষি পুনর্বাসন ক্ষয়ক্ষতি কমাতে কাজ করতে হবে। সেজন্য বীজ, সারসহ বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বেগবান, তদারকি সমন্বয়ের জন্য এরই মধ্যে ১৪টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির পাশাপাশি মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তাদেরও নিয়মিত কাজের সঙ্গে মন্ত্রণালয়ের প্রত্যেকটি সংস্থার সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ের কাজের তদারকি করতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিন মাঠ পরিস্থিতি পর্যবেক্ষণ প্রণোদনা কার্যক্রম মনিটরিং করলে এসব কাজে আরো গতি আসবে। বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যাবে।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আরিফুর রহমান অপু, অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ, অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা উপকরণ) মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত সচিব (পিপিসি) . মো. আবদুর রৌফ, অতিরিক্ত সচিব বলাই কৃষ্ণ হাজরাসহ সব কর্মকর্তা সময় উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে চলমান বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ৩৮টি জেলার সবজি আমন ধানচাষীদের ক্ষতি পুষিয়ে নিতে বীজ, সারসহ বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বেগবান, তদারকি সমন্বয়ের জন্য কৃষি মন্ত্রণালয়ের ১৪টি কমিটি কাজ শুরু করেছে। কৃষিমন্ত্রীর নির্দেশে এসব তদারকি সমন্বয় কমিটি গঠিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন