হাসপাতাল ও চিকিৎসার উন্নয়নের সঙ্গে দরকার ভেজালমুক্ত খাবার —স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মানুষের স্বাস্থ্যের উন্নয়নের জন্য হাসপাতাল তৈরি এবং চিকিৎসার মান উন্নয়নের পাশাপাশি দরকার ভেজালমুক্ত খাবার। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আধুনিক খাদ্য পরীক্ষাগার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।

সময় ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এডিবির অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের আওতায়আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্টপ্রকল্পের অধীনে সাতটি সিটি করপোরেশনে আধুনিক খাদ্য পরীক্ষাগার নির্মাণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, আমাদের যেমন হাসপাতাল তৈরি করতে হবে, চিকিৎসার মান উন্নয়ন করতে হবে, তেমনি মানুষকে বিশুদ্ধ ভেজালমুক্ত খাদ্য সরবরাহ করতে হবে। মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বিশুদ্ধ পুষ্টিসমৃদ্ধ খাবারের বিকল্প নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন